অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে নাটকীয় ভাবে জিতল অস্ট্রেলিয়া। বিরাট কোহলির ভারত রবিবার বিশাখাপত্তনমে হারল তিন উইকেটে। একই সঙ্গে দুই ম্যাচের সিরিজে ভারত পিছিয়ে গেল ০-১ ব্যবধানে। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরুতে।
১২৭ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ৫ রানে দুই উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকে গ্লেন ম্যাক্সওয়েলের আক্রমণাত্মক ইনিংসই ম্যাচে ফেরায় অজিদের। চার নম্বরে নেমে ৪৩ বলে ৫৬ করেন তিনি। ওপেনার ডি'আর্কি শর্ট ৩৭ বলে করেন ৩৭। তৃতীয় উইকেটে ম্যাক্সওয়েল-শর্ট যোগ করেন ৮৪ রান। ম্যাক্সওয়েল যখন আউট হন, তখন বোর্ডে ৮৯ উঠে গিয়েছে অস্ট্রেলিয়ার। তারপর ভারতীয় বোলাররা ম্যাচে ফেরান দলকে।
শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৬ রান। হাতে ছিল পাঁচ উইকেট। সেই ওভারেই জসপ্রীত বুমরার বলে ফেরেন হ্যান্ডসকম্ব, নেথান কুলটার নিল। শেষ ছয় বলে টার্গেট দাঁড়ায় ১৪ রানের। সেটাই দুই বলে দাঁড়ায় ছয় রানের। উমেশ যাদবের পঞ্চম বলে চার মারেন কামিন্স। শেষ বলেও দুই রান নিয়ে জেতান তিনি।
টস হেরে প্রথমে ব্যাট করে ভারত সাত উইকেট হারিয়ে তুলেছিল ১২৬। শিখর ধওয়নের পরিবর্তে প্রথম এগারোয় আসা লোকেশ রাহুল ৩৬ বলে করলেন ৫০। বিরাট কোহলি ১৭ বলে করলেন ২৪। আর মহেন্দ্র সিংহ ধোনিকে অবশ্য সেরা ছন্দে পাওয়া গেল না। ৩৭ বলে খেলে অপরাজিত থাকলেন ২৯ রানে। রোহিত শর্মা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, ক্রুনালরা ব্যর্থ হন ব্যাট হাতে। অস্ট্রেলিয়ার হয়ে সফলতম বোলার হলেন নাথান কুলটার নিল। তিনি ২৬ রানে তিন উইকেট নেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2024 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.