Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে এ কার্যক্রমে সাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এ সময় বড় বাজার এলাকায় করোনা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। প্রয়োজনে বাইরে বের হলেও মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। মাস্ক ছাড়া বাইরে বের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পরে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ, সহকারি কমিশনার আমজাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুব কবীর, শাহাবুদ্দিন মোল্লাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Exit mobile version