অনলাইন ডেস্ক: কেন্ট ফিল্ডের একটি জমিতে মেটাল ডিটেক্টর মাটিতে ঠেকাতেই একটা ধাতব শব্দ পেলেন র্যাচেল কার্টাল। মাটি খোঁড়া শুরু করলেন তিনি। প্রায় পাঁচ ইঞ্চির মতো মাটি খুঁড়লেন র্যাচেল। উঠে এলো একটা চকোলেটের র্যাপারের মতো দেখতে বস্তু। যেন একটা মুদ্রা।
র্যাচেলের সঙ্গী রিকি প্রথমে বলেন, এটা নিশ্চই একটা চকোলেট। এমনকি র্যাপার খুলে তা খেয়ে নেওয়ার পরামর্শও দেন তিনি। রিকির কথা প্রায় মেনেও নিয়েছিলেন র্যাচেল। র্যাপার ভেবে খুলতে গিয়ে ভুল ভাঙল। দেখা গেল যেটিকে তাঁরা র্যাপার ভাবছিলেন, সেটি একটি স্বর্ণমুদ্রা। যার সঙ্গে লাগানো একটি ছোট সোনার আংটা।৫০ বছর ধরে এই কৃষি জমিতে খোঁজ চালাচ্ছিলেন শখের প্রত্নতাত্বিকরা। তাঁদের ‘চোখে’ এত দিন কিছু না পড়ায় স্বর্ণমুদ্রা নিয়ে প্রত্যাশা আরও কমে যায় তাঁদের। বিশেষজ্ঞরা অবশ্য বলেন, এটির সঙ্গে ব্রিটেনের ইতিহাস জড়িয়ে। প্রায় দেড় হাজার বছর বয়স এই মুদ্রার।
ক্যান্টারবেরি আর্কিওলজিক্যাল সার্চে খবর যায় এরপর। ম্যানেজার অ্যান্ড্রু রিচার্ডসন বলেন, বাইজেন্টাইন ও ফ্র্যাঙ্কিশ সভ্যতার থেকে পাওয়া উপহারও হতে পারে এটি।