Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

নাপাক কাপড় পেট্রোল দিয়ে পবিত্র কি হয় ?

সাইদুর রহমান: বর্তমানে পেট্রোলের সাহায্যে ভিবিন্ন পদ্ধতিতে কাপড় ধোলাই করা হয়, এ পদ্ধতিতে নাপাক কাপড় পাক পবিত্র হওয়ার নিয়ম


যদি পেট্রোলের মধ্যে নাপাক কাপড় যথারীতি চুবিয়ে ধোয়া হয় অথবা যদি এ পরিমাণ পেট্রোল উক্ত কাপড়ে ঢেলে দেয়া হয়, যাতে পুরো কাপড় ভিজে যায় এবং পেট্রোল টপকে পড়ে, তা হলে উক্ত নাপাক কাপড় পাক হবে।

উল্লেখ্য যে, উপরোল্লেখিত পদ্ধতিদ্বয় ছাড়াও যদি পেট্রোল দ্বারা কাপড় ধোয়ার এমন কোন পদ্ধতি অবলম্বন করা হয়, যদ্বারা কাপড় থেকে নাপাকী সমূলে বিদূরিত হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস জন্মে, তা হলেও কাপড় পাক হয়ে যাবে। সূত্র: বাদায়েউস সানায়ে ১/৮৩৩-৮৪, তাহাতাবি আলাল মারাকী ১৩০, ফাতাওয়া মাহমুদিয়া ২/৩২।

Exit mobile version