অনলাইন ডেস্ক : সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৬১ হাজার পাঁচজন এবং মারা গেছে এক হাজার তিনশ সাতজন। সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় সৌদি আরব এখন ১৫ নম্বরে রয়েছে।
সৌদি সরকার বলছে, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার কারণে এ বছর হজ পালন অনেকটাই ভিন্ন ধাঁচের হবে। সৌদি আরবে বসবাসরত কেবল এক হাজার মানুষ এ বছর হজ পালন করার অনুমতি পাবে।
সৌদি আরবের হজমন্ত্রী মুহাম্মদ বেনতেন বলেছেন, সংখ্যাটা হাজার হাজার বা লাখ লাখ হবে না। সংখ্যাটা মাত্র এক হাজার। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই গ্রীষ্মে ২০ লাখের বেশি মানুষ অন্য দেশ থেকেই আসতো।
করোনাভাইরাসের কারণে কিছুদিন আগে পর্যন্ত শঙ্কা ছিল হজ একেবারে বাতিল হয়ে যাওয়ার। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে সীমিত আকারে হজ পালনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।সূত্র : বিবিসি
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.