বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাহাফুজার রহমান মাসুম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার হওয়া মাসুম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল সোনাতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে। এ সময় মাসুমের জিপ গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১-৭৭৭৪) তল্লাশি চালিয়ে ১৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাসুম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য গাঁজার চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসুমের গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়েছে। মাসুমের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।