Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় নারী ধর্ষণ ও হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মিরপুর থানার নারী ধর্ষণ পূর্বক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। সোমবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান জনাকীর্ন আদালতের এই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামী হলেন- মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে নান্টু(২৪)।


আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩০মার্চ রাত ২টায় মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের শাফায়েত হোসেনের ভাড়াটিয়া বাসিন্দা রেহেনা বেগমের ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন আসামী নান্টু। এই ঘটনা ধামাচাপা দিতে আসামী ধর্ষণ শেষে যৌন নির্যাতন করে গুরতর রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। আহত ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় বাড়ির মালিক শাফায়েত হোসেন বাদি হয়ে মিরপুর থানার মামলা করেন।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারী কৌশুলী এ্যাড. আকরাম হোসেন দুলাল জানান, মিরপুর থানার এই ধর্ষণ ও হত্যা মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। আদালত স্বাক্ষ্য শুনানী শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ৯(২) এবং ৩০২ দ:বি:তে সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আসামী নান্টুকে যাবজ্জীবন কারাদন্ড ও অথদন্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষনাকালে আসামী আদালতে উপস্থিত ছিলেন।

Exit mobile version