Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার খোকসায় স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের আয়োজন, জামাই শ্বশুরকে জরিমানা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় বর ও তার শ্বশুরকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে পরে স্বাস্থ্যবিধি মেনে বিয়ে সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, কমলাপুর গ্রামের আফজাল হোসেন শুক্রবার তার মেয়ের বিয়ের আয়োজন করেন। কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে তিনি প্রায় ৫শ মানুষকে অনুষ্ঠানে দাওয়াত করেন।

যথাসময়ে বরসহ বরযাত্রীরাও চলে আসে। দুপুর ১টা নাগাদ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। তবে শেষ মুহূর্তে ওই বিয়েতে হাজির হন ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি ভেঙে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে হানা দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে আদালত বিয়ের বর মেহেদি হাসান ও কনের বাবা আফজাল হোসেনের ১০ হাজার টাকা করে অর্থদন্ড দেন। পরিস্থিতি বেগতিক দেখে বর ও কনে পক্ষের অতিথিরা তাৎক্ষণিক সটকে পড়ে।
পরে উভয় পক্ষের কয়েকজনের উপস্থিতিতে যাবতীয় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে বিয়ে সম্পন্ন করা হয়।

Exit mobile version