করোনাভাইরাসে ৫৩ চিকিৎসকের মৃত্যু আড়াই মাসে

অনলাইন ডেস্ক : দেশে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৫৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ৩৬৭ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৭ জন এবং করোনার উপর্সগ নিয়ে ৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া দেশে মোট ১ হাজার ২১৩ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। ১ হাজার ৭৪৩ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। দেশে প্রথম করোনা আক্রান্ত হয়ে চিকিৎসক মারা যায় ১৫ এপ্রিল।
বিএমএ’র তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা জেলার চিকিৎসকেরা। এ জেলায় গতকাল পর্যন্ত ৫৯৭ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭১ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ জন চিকিৎসক।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এই আড়াই মাসে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৬৬১ জন। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *