আল্লাহর অভিশাপ আছে রাজউকের ওপর: শিল্প প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়ার জন্য দায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তাই আমি মনে করি রাজউক-এর ওপর আল্লাহর অভিশাপ আছে।

এ সময় পাশে ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পুরান ঢাকার চকবাজারে অগ্নিকান্ডের পর আশু করণীয় নিয়ে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় রাজউকসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুরান ঢাকার রাস্তা সম্প্রসারণের কথা বলতে গিয়ে কামাল আহমেদ মজুমদার রাজউকের প্রসঙ্গে চলে যান। তিনি বলেন, রাজউক ২০ ফুট রাস্তার পাশে ১৪-১৫ তলা ভবনের অনুমোদন কীভাবে দেয়। তারা (রাজউক) পরিকল্পনায় রাস্তার প্রশস্ততা রাখে এক রকম। পরে অর্থনৈতিক সুবিধা পেলে রাস্তা সরু করে ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *