Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় নতুন করে ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৫৭৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭৭ জন। রবিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ জেলার মোট ১৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭টি নমুনা করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ২৩ জন, কুমারখালী উপজেলায় ৫ জন, দৌলতপুর উপজেলায় ৪ জন ও ভেড়ামারা উপজেলায় ৪ জন রোগী রয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২০ জনের ঠিকানা A-51 হাউজিং ২ জন, ঈদগাপাড়া ১ জন, চৌড়হাস ২ জন, স্টেডিয়াম পাড়া ২ জন, কাস্টমস মোড় ২ জন, ফায়ার সার্ভিস ১ জন, আড়ুয়াপাড়া ২ জন, কোর্টপাড়া ২ জন, হরিশংকরপুর ১ জন, মোল্লাতেঘরিয়া ১ জন, দেশোয়ারীপাড়া ১ জন, কালিশংকরপুর ১ জন, ডি ব্লক, হাউজিং ১ জন, বারোখাদা ১ জন।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা ফকিরাবাদ ১ জন, কাছিয়ামোড়া ১ জন, ১৬ দাগ ২ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানা মহেন্দ্রপুর ১ জন, কুণ্ডপাড়া ১ জন, কালোয়া ২ জন, হাউজিং এ ব্লক ১ জন, চর আমলাপাড়া ৪ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা তারাগুনিয়া ১ জন, ভাঙ্গাপাড়া ১ জন, মহেসকুণ্ডি ২ জন।।

এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭৭ জন। এখনো পর্যন্ত আক্রান্তদের মধ্যে মারা গেছে ৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৭৭ জন রোগী।

Exit mobile version