Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতের পশ্চিমবঙ্গে রেকর্ড হারেই বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা

অনলাইন ডেস্ক : ভারতসহ পশ্চিমবঙ্গে রেকর্ড হারেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫২১ জন। সব মিলিয়ে শনিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭১১ জন।

এছাড়া নতুন করে মৃত্যু হয়েছে ১৩ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬২৯। একদিনে সুস্থ হয়েছেন ২৫৪ জন, এখনো পর্যন্ত করোনা মুক্ত হয়ে ফিরেছেন ১০ হাজার ৭৮৯ জন। এমনটাই জানা গেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে।
পাশাপাশি ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখের গণ্ডি ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ১৮ হাজার ৫৫২ জন। যা একদিনের নিরিখে নতুন রেকর্ড। সব মিলিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো পাঁচ লাখ আট হাজার ৯৫৩।

দেশটিতে গত ২৪ ঘন্টায় ৩৮৪ জনের মৃত্যু হওয়ায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৬৮৫ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ৯৫ হাজার ৯১৭ জন।

পরিসংখ্যান বলছে, আক্রান্তের সংখ্যা চার লাখ থেকে পাঁচ লাখ হতে সময় লেগেছে মাত্র ছয় দিন। তবে ভারতে সবচেয়ে সংকটজনক পরিস্থিতি মহারাষ্ট্রে। রাজ্যটিতে দেড় লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।

Exit mobile version