Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

প্রতীক্ষিত সিনেমা ‘হাসিনা- এ ডটারস টেল,আগামী ১৬ নভেম্বর মুক্তি পাবে

অনলাইন ডেস্ক:আগামী ১৬ নভেম্বর দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রতীক্ষিত সিনেমা ‘হাসিনা- এ ডটারস টেল। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সিনেমাটির ট্রেইলার। ছবিটি পরিচালনা করেছেন পিপলু চৌধুরী।সামাজিক যোগযোগ মাধ্যমগুলো ভাইরাল ‘হাসিনা’- এ ডটারস টেল সিনেমাটির ট্রেইলারে স্পষ্ট, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ছায়া অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। সিনেমাটির নির্মাতা অবশ্য গল্পের রহস্য এখনই ফাঁস করতে রাজী নন। তিনি জানিয়েছেন, ১৬ নভেম্বর ঢাকায় বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও মধুমিতায় ছবিটি মুক্তি পাবে। ঢাকার বাইরে ছবিটি চট্টগ্রামের মিনিপ্লেক্সে দেখানো হবে। পরে হল সংখ্যা বাড়তেও পারে।
সিনেমাটি মূলত ডকু-ড্রামা। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। ছবির সিনেমাটোগ্রাফার সাদিক আহমেদ, সম্পাদনায় নবনীতা সেন আর সংগীতে ভারতের বিখ্যাত মিউজিশিয়ান দেবজ্যোতি মিশ্র।

Exit mobile version