অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রবিবার বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত ৫ লাখ ১ হাজার ২৯৮ জনের মৃত্যু হয়েছে।
সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে আরও কয়েক ঘণ্টা আগে। গত ২৪ ঘণ্টায় গোটা পৃথিবীতে নতুন রোগী পাওয়া গেছে ১ লাখ ৭৬ হাজার ৫৬৮ জন। এতে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১ কোটি ৮১ হাজার ৫২২ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৫৮ হাজার ৩৬৭ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জন। মোট মৃত্যু ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮১ হাজার ৪৩৭ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৩ লাখ ১৫ হাজার ৯৪১ জন। মারা গেছেন ৫৭ হাজার ১০৩ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৯০৫ জন।
আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেওয়া তথ্যানুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৬৪৬, মৃত্যু ৮ হাজার ৯৬৯ জনের।
ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন, মৃত্যু ১৬ হাজার ১০৩ জনের।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪৩ হাজার ৫১৪ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১০ হাজার ২৫০ জন।
স্পেনে ২ লাখ ৯৫ হাজার ৫৪৯ জন আক্রান্তের পাশাপাশি ২৮ হাজার ৩৪১ জন মারা গেছেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.