Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘ভারতে করোনাভাইরাস পরিস্থিতির চরম অবনতি’

অনলাইন ডেস্ক : যতই দিন যাচ্ছে ততই অবনতি হচ্ছে ভারতের করোনা পরিস্থিতির। এবার অতীতের সব রেকর্ড ভেঙে দিল দেশটির করোনা আক্রান্তের সংখ্যা।

লকডাউন শিথিলের পর থেকে ভারতে করোনা সংক্রমণের যে অনভিপ্রেত রেকর্ড গড়ার ধারা শুরু হয়েছে, তা বজায় থাকল রবিবারও। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে প্রায় ২০ হাজার।
রবিবার সকালে দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে ১৯ হাজার ৯০৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৮ হাজার ৮৫৯ জনে। এদের মধ্যে ৩ লাখ ৯ হাজার ৭১৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখনও চিকিৎসাধীন ২ লাখ ৩ হাজার ৫১ জন।

সংক্রমণের নিরিখে বিশ্বে এখনও চতুর্থ স্থানেই আছে ভারত। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া রয়েছে ভারতের ওপরে। এর মধ্যে রাশিয়ার থেকে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে।

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। দেশটিতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১০ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৬ হাজার ৯৫ জনে।

Exit mobile version