Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মাদারীপুরে আরো ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার এক ব্যক্তি নমুনা দিয়ে মারা যাওয়ার ১০ দিন পরে জানা গেছে তিনি করোনা পজেটিভ ছিলেন। রবিবার মাদারীপুর স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের আলমগীর বেপারী করোনা পরীক্ষার জন্য গত ১৮ জুন নমুনা দিয়েছিলেন। ওই দিন রাতেই তিনি মারা যান। এর ১০দিন পরে আজ জানা গেছে তিনি করোনা পজেটিভ ছিলেন। এই লাশের স্বাভাবিক দাফনও হয়েছিল। এতে এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে।
মাদারীফুর স্বাস্থ্য বিভাগে তথ্য মতে, মাদারীপুরে নতুন আরো ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৯ জন, রাজৈরে ৩০ জন ও কালকিনিতে ৪ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭০৯ জনে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান বিদ মীর রিয়াজ মাহমুদ।

মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, জেলায় মোট করোনায় ৭০৯ জন সংক্রমিত হয়েছে। এর মধ্যে ২৬৫ জন সুস্থ হয়েছেন। জেলায় আমাদের হিসেব অনুযায়ী করোনায় ১০ জন মারা গেছেন।

Exit mobile version