Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বগুড়ায় আরও ৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় করোনাভাইরাসে নতুন করে আরও ৬৯ জন আক্রান্ত হয়েছেন। সোমবার বেলা ১১টায় নিয়মিত ব্রিফিংয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৮২ জনে দাঁড়ালো।

বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় ২৮ জুন সরকারি ও বেসরকারি পিসিআর ল্যাব থেকে ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ১৫ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ১৩৭ টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৫৪টি। নতুন করে আক্রান্ত ৬৯ জনের মধ্যে ৪৩ জন পুরুষ, ২২ নারী এবং বাদবাকি ৪জন শিশু রয়েছে।
ডা. মোস্তাফিজুর রহমান আরও জানান, করোনা পজিটিভ ৬৯ জনের মধ্যে সদরে ৫৫ জন, গাবতলীতে ৬ জন, শাজাহানপুর ৩ জন, শিবগঞ্জ ৩ জন এবং দুপচাঁচিয়া ২জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলায় সর্বোচ্চ ৯১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এই নিয়ে জেলায় সুস্থতার সংখ্যা বেড়ে ৪৪৩ জনে দাঁড়িয়েছে।

Exit mobile version