অনলাইন ডেস্ক : ভারতে লকডাউন তুলে নেয়ার পর থেকে দ্বিগুণের বেশি করোনা সংক্রমণ হয়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৩৮০ জন করোনা আক্রান্ত রোগী। এ পর্যন্ত মারা গেছে প্রায় সাড়ে ১৬ হাজার। দেশটিতে করোনা শনাক্ত সাড়ে ৫ লাখ ছুঁই ছুঁই।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে আরও ১৯ হাজার ৪৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
ভারতে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে মোট ৫ লাখ ৪৮ হাজার ৩৪৮ জন। মোট মারা গেছেন ১৬ হাজার ৪৭৫ জন।
ভারতে লকডাউন খোলার পর দ্রুতগতিতে বেড়েছে সংক্রমণ। লকডাউন-৪.০ পর্যন্ত ৪৭ শতাংশ ছিল সংক্রমণ বাড়ার হার। সেটা আনলক-১ এ এসে ৫৮.৬৭% হয়েছে।
আক্রান্তের নিরিখে আমেরিকা, ব্রাজিল, রাশিয়ার পরই রয়েছে ভারত। মৃত্যুর নিরিখে দেশটি বিশ্বে ৮ নম্বরে অবস্থানে রয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৫ লাখ সাড়ে ৪ হাজার মানুষ।