ইরান ওয়াটার জেট প্রোপালশনের উৎপাদন শুরু করল

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান ওয়াটার জেট প্রোপালশন উৎপাদন শুরু করেছে। তেহরানে শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এটি উন্মোচন করেন। ইরানে ওয়াটার জেট প্রোপালশন বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর দেশটি নিজেই তা তৈরি করতে শুরু করল।

ওয়াটার জেট প্রোপালশন উন্মোচন করার পর আমির হাতামি বলেছেন, ইরানে ওয়াটার জেট প্রোপালশন সরবরাহের ওপর গত বছর নিষেধাজ্ঞা আরোপের পরপরই ইরানি বিজ্ঞানীরা তা তৈরির কাজে হাত দেয় এবং দ্রুত তা তৈরি করে ফেলে।

তিনি আরও বলেন, নৌযান শিল্পের জন্য ওয়াটার জেট প্রোপালশন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। সামরিক শিল্পের পাশাপাশি অগ্নি নির্বাপণ, ত্রাণ, ব্যবসা-বাণিজ্য ও বিনোদন শিল্পকে এগিয়ে নিতে এর ভূমিকা রয়েছে।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা আমির রাস্তেগারি বলেছেন, বিশ্বের মাত্র ১০টি দেশের এই প্রোপালশন তৈরির সক্ষমতা রয়েছে। এই যন্ত্রটি নৌযানকে অগভীর পানিতে তৎপরতা চালাতে এবং মুহূর্তের মধ্যে চলার পথ পরিবর্তনে সহযোগিতা করে। পারসটুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *