কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৫৭ জনে। মারা গেছেন ১১ জন। বুধবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, আজ মোট ৩৭৫ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১২৫, চুয়াডাঙ্গা ৩৬, ঝিনাইদহ ৯৪, মেহেরপুর ৫৭, নড়াইল ৫৭, ময়মনসিংহ ১, গাইবান্ধা ১, রংপুর ১, গোপালগঞ্জ ১, যশোর ১, মাগুরা ১ জন) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৯ জন, কুমারখালী উপজেলায় ১ জন, দৌলতপুর উপজেলার ৯ জন, খোকসা উপজেলায় ১ জন ও মিরপুর উপজেলায় ১ মোট ৩১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। নড়াইল জেলায় ২৩ জন, চুয়াডাঙ্গা জেলায় ৬ জন, মেহেরপুর জেলায় ৫ জন, ঝিনাইদহ জেলায় ২৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া মেহেরপুর জেলার ১ জন, দৌলতপুর উপজেলার ১ জন ও ভেড়ামারা উপজেলার ১ জনের মোট ৩ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷ সিভিল সার্জন জানান
কুষ্টিয়ায় নতুন করে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৬৫৭ জন
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৯ জনের ঠিকানা জুগিয়া ১জন, হাউজিং স্টেট ১ জন, পশ্চিম মজমপুর ২ জন, পুলিশ লাইন ১ জন, থানাপাড়া ১ জন, উত্তর আমলাপাড়া ১ জন, পূর্ব মজমপুর ২ জন, সিএসবি রোড, আমলাপাড়া ১ জন, এন এস রোড ১ জন, কাস্টমস মোড় ১ জন, চৌড়হাস ১ জন, বারখাদা ৪ জন, দহখোলা ১ জন ও কুষ্টিয়া সরকারি কলেজ ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মালিহাট।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানা দফাদারপাড়া ৪ জন, মহেশকুণ্ডি ৪ জন, আদাবাড়িয়া ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা তারাপুর।
খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা খোকসা।