‘ভারতে করোনায় মৃত্যু ১৭ হাজার ছাড়িয়েছে, মোট আক্রান্ত ৫ লাখ ৮৫ হাজার’

অনলাইন ডেস্ক : ভারতে করোনাভাইরাসে প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে গেল ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৫৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার ৪৯৩ জন। এরই মধ্যে মৃতের সংখ্যা পার হয়েছে ১৭ হাজার।

মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু দেশের মোট আক্রান্তের প্রায় ৬০ শতাংশই এই তিনটি রাজ্য থেকে। ধারাবাহিক এই সংক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎক ও বিশেষজ্ঞদের। গেল ২৪ ঘণ্টায় ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৪১০ জন। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গেছেন ৭ হাজার ৮৫৫ জন, দিল্লিতে প্রাণ হারিয়েছেন দু’হাজার ৭৪২ জন। গুজরাটে মারা গিয়েছেন ১ হাজার ৮৪৬ জন। তামিলনাড়ুতে মৃত্যু সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে।

আক্রান্ত ও মৃত্যু বাড়লেও সুস্থ হয়ে ওঠার সংখ্যাও কম না ভারতে। মোট আক্রান্তের অর্ধেকের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৫৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট তিন লক্ষ ৪৭ হাজার ৯৭৯ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *