কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে করোনা স্বাস্থ্যবিধি না মানায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক দোকানদারসহ ৬জনের ৪ হাজার ৫০০টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, করোনা স্বাস্থ্যবিধি না মানায় খলিশাকুন্ডি বাজারে ৫টি মামলায় ১৮৬০ সনের দন্ডবিধি ২৬৯ ধারায় ৫ জনকে ২৫০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার। একই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এক ব্যবসায়ীর ২০০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক শারমিন আক্তার। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, করোনা স্বাস্থ্যবিধি না মানায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক ৬টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। একইসাথে তাদের সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *