Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বগুড়ায় আরো ১৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় করোনা আক্রান্তদের সংখ্যা আবারো বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন ৫০ থেকে ৮০ জনের মধ্যে আক্রান্তের সংখ্যা থাকলেও শুক্রবার আক্রান্ত হয়েছে ১৪৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ৩ হাজার ১৯৯ জনে।

শুক্রবার সকালে অনলাইন বিফ্রিংয়ে বগুড়ার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, জেলায় ২ জুলাই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫৪ জন এবং সুস্থ্য হয়েছেন ৮৪৫ জন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪৭ জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৮৮ নমুনা পরীক্ষা করে ৯ জনের পজিটিভি, টিএমএসএস বগুড়ার ৭৬টি নমুনার মধ্যে পজিটিভি হয় ৩৩টি, আর ঢাকায় পরীক্ষা করা ৫৫৪টির মধ্যে ১০৫ জনের পজিটিভ পাওয়া যায়।

Exit mobile version