কুষ্টিয়ায় নতুন করে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৭১৯ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে আরও ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৭১৯ জনের দেহে করোনা শণাক্ত হলো।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে মোট ২৬৯ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৩৭, চুয়াডাঙ্গা ৩০, ঝিনাইদহ ৫৭, মেহেরপুর ২৫, নড়াইল ১৮, মাগুরা ২) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২৭ জন, কুমারখালী উপজেলায় ৫ জন, দৌলতপুর উপজেলার ২ জন ও ভেড়ামারা উপজেলায় ২ জন মোট ৩৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
নড়াইল জেলায় ৫ জন, চুয়াডাঙ্গা জেলায় ২ জন, মেহেরপুর জেলায় ৪ জন ও ঝিনাইদহ জেলায় ১৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার ২ ও মেহেরপুর জেলার ১ জন মোট ৩ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২৭ জনের ঠিকানা বারখাদা ১ জন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ১ জন, হাউজিং সি ব্লক ১ জন, চৌড়হাস ১ জন, হরিশংকরপুর ২ জন, আড়ুয়াপাড়া ৮ জন, পিটিআই রোড ১ জন, মিলপাড়া ১ জন, আলামপুর ১ জন, কাস্টমস মোড় ১ জন, আমলাপাড়া ৪ জন, হাতিয়া আবদালপুর ১ জন, জগতি ১জন, ঝাউদিয়া ২ জন, পুলিশ লাইন ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা গোলাপনগর ১ জন, জামালপুর ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা তারাগুনিয়া ১ জন, মহিষকুন্ডি ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা কুন্ডুপাড়া ১ জন, এলঙ্গি ২ জন, সদকি ১ জন, অগ্রণী ব্যাংক ১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *