আঞ্চলিক এসএমই পণ্য মেলা সফল করতে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার হারিয়ে যাওয়া বস্ত্র শিল্পসহ অর্থনীতির শক্ত বুনিয়াদ গড়ে তোলা হবে: ডিসি মোঃ আসলাম হোসেন।

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রশাসন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ও ব্যবসায়িক প্রতিনিধিসহ সকল স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে তাদের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশনের আগামী ২৭ ফেব্র“য়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত কালেক্টরেট চত্বরে ৭দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজন করতে যাচ্ছে। গতকাল কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ডিসি মোঃ আসলাম হোসেন একথা বলেন। তিনি আরও বলেন, এই মেলায় কোন বিদেশী পণ্য থাকবে না। সম্পুর্ণ দেশী পণ্যের সমাহার হবে। দেশে উৎপাদিত পণ্য এখানে প্রদর্শিত, ক্রয়-বিক্রয় হবে। সাংবাদিকরা তাদের নিজ নিজ গণমাধ্যমে বেশী বেশী করে প্রচারের মধ্য দিয়ে দেশী পন্যের প্রতি ক্রেতা সাধারণকে আকৃষ্ট করতে পারেন। আর এ উদ্দেশ্যেই আজকের এই সংবাদ সম্মেলন।

ডিসি মোঃ আসলাম হোসেন আরও বলেন, কুষ্টিয়ার এক সময়ের হারিয়ে যাওয়া বস্ত্রশিল্পসহ অর্থনীতির শক্ত বুনিয়াদ গড়ে তোলা হবে।


এ সময় উপস্থিত ছিলেন, ডিডিএলজি মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ জাহান, এনডিসি এবিএম আরিফুল ইসলাম, সাধারণ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, বিসিক’র ডিজিএম রবিউল ইসলাম, কুষ্টিয়া চেম্বারের সহ-সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন, উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *