Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতে আরও অবনতি করোনা পরিস্থিতির, আক্রান্তে নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক : আরও অবনতি হয়েছে ভারতের করোনা পরিস্থিতির। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২২ হাজার ৭৭১ জন, যা এযাবৎকালে একদিনে আক্রান্তের হিসাবে সর্বোচ্চ। বর্তমানে গোটা বিশ্বে সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে থাকা রাশিয়ার থেকে এখন সামান্যই পিছিয়ে ভারত।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও ৪৪২ জনের। এর জেরে ভারতে মৃতের সংখ্যা এখন ১৮ হাজার ৬৫৫।
সারাদেশে মোট আক্রাম্তের সংখ্যা এখন ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতজুড়ে এখনও পর্যন্ত ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। সুস্থের সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার পেরিয়ে গেছে। আরোগ্যের হার প্রায় ৬১ শতাংশ।

Exit mobile version