উলামা পরিষদের ৩ দিনব্যাপী ১৪ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে ৩ই মার্চ থেকে

অনলাইন ডেস্ক: বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের কার্যনির্বাহী কমিটির এক সভা গতকাল ২৬শে ফেব্রুয়ারী-২০১৯ রোজ মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় কমলাপুর ওয়াজেদিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উলামা পরিষদের সভাপতি মুফতি মাওঃ মোঃ আব্দুল হামিদ। উলামা পরিষদের মহাসচিব মুফতি মাওঃ মোঃ রেজাউল করিম এর পরিচালনায় এই সময় বক্তব্য রাখেন উলামা পরিষদের অন্যতম নেতা মাওঃ মোঃ ফিরোজুল আলম,

মাওঃ মোঃ লিয়াকত আলী, মাওঃ মোঃ রফিকুল ইসলাম, মাওঃ মোঃ ইব্রাহিম খলিল,মাওঃ মোঃ আঃ সামাদ, মাওঃ মোঃ আঃ মতিন রশিদী, মাওঃ মাসউদুর রহমান, মাওঃ মোঃ আঃ খালেক, মাওঃ মোঃ আঃ হাকিম, মাওঃ মোঃ ইলিয়াস শাহ, হাফেজ আবুল খায়ের, মাওঃ মোঃ নাজমুল ইসলাম, মাওঃ মাহমুদ হাসান, হাফেজ তরিকুল ইসলাম, মাওঃ শিবলী, মাওঃ বেলাল হোসেন। উক্ত সভায় আগামী ৩, ৪ ও ৫ই মার্চ থেকে ৩দিনব্যাপী ১৪তম বার্ষিক ওয়াজ মাহফিল কুষ্টিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য এর সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত ধর্মীয় মাহফিলে শরীক হবার জন্য সকলের প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *