
কুষ্টিয়া প্রতিনিধি : পজেটিভ রোগী না থাকার পরদিনই কুষ্টিয়ায় নতুন করে আরো ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৭৫৮ জন কোভিড রোগী সনাক্ত হলো। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
গতকাল রবিবার রাতে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কোভিড-১৯ আপডেটে জানানো হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫ জুলাই মোট ৩৭০ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুিিষ্টয়ার ১৯৩ টি নমুনা ছিল
যার মধ্যে নতুন করে ৩৮ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। এছাড়া মিরপুরের ১টি নমুনার রিপোর্ট ফলোয়াপ পজেটিভ।
কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২০ জন, কুমারখালী উপজেলায় ৭ জন, দৌলতপুর উপজেলার ৪ জন, খোকসা উপজেলায় ২জন, মিরপুর উপজেলায় ১ জন ও ভেড়ামারা উপজেলায় ৫ জন মোট ৩৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২০ জনের ঠিকানা আইলচারা ১ জন, থানাপাড়া ১ জন, কমলাপুর ১ জন, বটতৈল ১ জন, কানাবিলের মোড় ১ জন, চেচুয়া ১ জন, কালিশংকরপুর ১ জন, কোর্টপাড়া ৩ জন, চৌড়হাস ২ জন, হাউজিং ১ জন, মঙ্গলবাড়িয়া ২ জন, কদমতলা ১ জন, জুগিয়া ২ জন, উদিবাড়ি ১ জন, মোল্লাতেঘরিয়া ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা পূর্ব ভেড়ামারা ১ জন, উপজেলা পাড়া ১ জন, চর দামুড়দিয়া ১ জন, ১৬ দাগ ২ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা গারুরা ১ জন, দৌলতপুর ১ জন, আল্লারদরগা ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানা কুমারখালী ১ জন, সারকান্দি ২ জন, বাশগ্রাম ২ জন, শিলাইদহ ১ জন, ছেউড়িয়া ১ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা চকহরিপুর ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা পাসপোর্ট অফিস।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.