কুষ্টিয়া স্টেডিয়াম এখন থেকে ‘শেখ কামাল স্টেডিয়াম’

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা স্টেডিয়াম এখন থেকে শেখ কামাল স্টেডিয়াম, কুষ্টিয়া হিসেবে পরিচিতি লাভ করবে। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের এক আবেদনের প্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট নামকরণের বিষয়টি চুড়ান্ত অনুমোদন দেয়।

ওই অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ট্রাস্ট্রের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান।

গতকাল রোববার এসংক্রান্ত একটি অনুমোদনপত্র হাতে পেয়ে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান কুষ্টিয়ার উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ দীর্ঘদিন ধরেই কুষ্টিয়া জেলা স্টেডিয়ামকে আধুনিকায়নসহ স্টেডিয়ামের নামকরণের বিষয়ে উদ্যোগ গ্রহন করেন।

তার ওই আবেদনের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রস্তাবিত কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের ওপর ২০১৯ সালের ২২ জুলাই পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির(পিইসি)’র সভায় সিদ্ধান্ত মোতাবেক কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শেখ কামাল স্টেডিয়াম কুষ্টিয়া নামে নামকরণ করার অনুমোদন দেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

এবিষয়ে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দী জানান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের নেতৃত্বে কুষ্টিয়ায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ক্রীড়াঙ্গনেও তাঁর উন্নয়নের প্রতিশ্রুতি ছিল। আজ তিনি সেই প্রতিশ্রুতিও রক্ষা করেছেন। প্রত্যাশার চেয়েও অনেক বেশি উপহার দিলেন কুষ্টিয়াবাসিকে। এর মাধ্যমে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গণের উন্নয়নে ব্যাপক অগ্রসর লাভ করবে বলে মনে করেন তিনি।

এজন্য তিনি শেখ কামাল স্টেডিয়াম কুষ্টিয়ার পক্ষ থেকে মাহবুবউল আলম হানিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’র সদস্য সচিব শেখ হাফিজুর রহমানের প্রতি।
এদিকে কুষ্টিয়া জেলাস্টেডিয়ামের নাম পরিবর্তন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সন্তান ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে নামকরণ করায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়েছেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো.আসলাম হোসেন,সহ-সভাপতি কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *