কুষ্টিয়ায় নকল ও অনুমোদনবিহীন হ্যান্ড-স্যানিটাইজার ও স্যাভলন জব্দ, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিপুল পরিমান নকল ও অনুমোদনবিহীন হ্যান্ড-স্যানিটাইজার ও স্যাভলন জব্দ করা হয়েছে। একই সাথে নকল হ্যান্ডস্যানিটাইজার ও নকল স্যাভলন সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল ৬ জুলাই সোমবার সকালে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়৷ এ সময় ওষুধ ফার্মেসির মালিক ও একজন হ্যান্ড-স্যানিটাইজার পরিবেশককে ২০ হাজার টাকা অর্থদন্ডের শাস্তি প্রদান করা হয়৷ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান জানান, ওষুধ আইন ১৯৪০ এর ১৮(ক) ধারা লঙ্ঘন করায় একই আইনের ২৭ ধারায় বর্ণিত শাস্তির আওতায় একটি ওষুধ ফার্মেসির মালিক ও একজন হ্যান্ড-স্যানিটাইজার পরিবেশককে ২০ হাজার টাকা অর্থদন্ডের শাস্তি প্রদান করা হয়েছে৷ অভিযান পরিচালনাকালে উক্ত ওষুধ ফার্মেসি ও পরিবেশকের নিকট থেকে বিপুল পরিমান নকল ও অনুমোদনবিহীন হ্যান্ড-স্যানিটাইজার ও স্যাভলন জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে কুষ্টিয়া জেলা পুলিশ ও প্রসিকিউটর হিসেবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন সহায়তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *