Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

এবার রাশিয়াকে টপকে আক্রান্তে তৃতীয় স্থানে উঠে এল ভারত

অনলাইন ডেস্ক : লকডাউনের প্রভাব কিছুটা পড়লেও শেষপর্যন্ত খুব একটা সামলানো গেল না করোনা সংক্রমণ। যেভাবে হু হু করে ভারতজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে রীতিমত আশঙ্কার মেঘ দেশজুড়ে।

রবিবারই রাশিয়াকে পিছিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। এই রোগের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৭০০ জন।
অন্যদিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যানুসারে, এখনও পর্যন্ত রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ২৮৩ জন।

সারা পৃথিবীতে করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে ব্রাজিল। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৮২ হাজারেরও বেশি, অন্যদিকে ব্রাজিল এর সংখ্যা হল ১৬ লাখ ৪ হাজারের বেশি।আমেরিকায় এই ভয়ঙ্কর সংক্রমণের জেরে এখনও পর্যন্ত ১ লাখ ৩২ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে। অন্যদিকে ব্রাজিলে প্রাণ হারিয়েছে প্রায় ৬৫ হাজার মানুষ।

Exit mobile version