Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতে ফেসবুকের বিকল্প ‘এলিমেন্টস’ অ্যাপ চালু

অনলাইন ডেস্ক : চীনের সঙ্গে সংঘাত শুরুর পর টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে এলিমেন্টস (Elyments) নামে একটি অ্যাপের উদ্বোধন করা হয়েছে ভারতে। রবিবার এক ভার্চুয়াল সভায় দেশটির উপ-রাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডু ওই অ্যাপের উদ্বোধন করেন।

এলিমেন্টসকে বলা হচ্ছে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় ‘সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ’। এক হাজারেরও বেশি ইঞ্জিনিয়ার মিলে এই অ্যাপটি তৈরি করেছেন। মোট আটটি ভারতীয় ভাষায় অ্যাপটি ব্যবহার করা যাবে।
গুগল প্লে স্টোর এব অ্যাপেল স্টোর থেকে এলিমেন্টস অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ইতিমধ্যেই এক লাখের বেশি মানুষ অ্যাপটি লাউনলোড করেছেন। এই অ্যাপের মাধ্যমেও ফেসবুকের মতোই বন্ধু-পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগ রাখা যাবে। নানা আকর্ষণীয় ফিচারও আছে। ক্যামেরায় থাকছে ইন-বিল্ড ফিল্টার ও অগমেন্টেড রিয়ালিটি ফিগার। চ্যাটিংও থাকছে। মিলবে খবরের সমস্ত আপডেট।

Exit mobile version