ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় ৫০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক করেছে র্যাব-১২। আটকৃত মাদক কারবারি ভেড়ামারা উপজেলার ইসলামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সোহেল রানা (২৬)।
কুষ্টিয়া র্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি সজল কুমার সরকারের নেতৃত্বে র্যাব-১২
ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক দল সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ইসলামপুর গ্রামস্থ ইসলামপুর জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় উক্ত অভিযানে ৫০০ পিচ ইয়াব ট্যাবলেট, মোবাইল ১টি, সীমকার্ড-১টি সহ ইসলামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২৬) কে গ্রেপ্তার করেন। পরে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।