ধর্ষণের হুমকি শিল্পা শিন্ডেকে

বিনোদন ডেস্ক: নভজ্যোৎ সিং সিধুর পক্ষ নেওয়ায় জনপ্রিয় টিভি উপস্থাপিকা শিল্পা শিন্ডেকে ধর্ষণের হুমকি দিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। কপিল শর্মার টিভি অনুষ্ঠানে পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্য করায় সিধুকে অনুষ্ঠানটি থেকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় অনেক অভিনয়শিল্পীই সিধুর পক্ষ নিয়েছিলেন। তাঁদের অন্যতম শিল্পা শিন্ডে। এরপর থেকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে।

শিল্পা শিন্ডে ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেসের সদস্য। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সিধুও একই দলে যোগ দেন। কপিল শর্মার অনুষ্ঠানে পুলওয়ামা হামলা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘সন্ত্রাসীর কোনো জাত থাকে না।’ এ মন্তব্যের কারণে তাঁকে ওই অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়। যদিও বেশ কয়েকজন টিভি অভিনেতা তাঁকে সমর্থন দিয়েছিলেন। শিল্পাও তাঁদের একজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা বলেছেন, হুমকির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তিনি। যারা তাঁকে ও বারখা দত্তের মতো নারী সাংবাদিকদের এ রকম হুমকি-ধমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময়। তিনি বলেন, ‘আমি মনে করি এই লোকগুলোও সন্ত্রাসী।’

শিল্পা বলেন, ‘সিধু-জি কী এমন খারাপ কথা বলেছেন? লোকে তাঁর বক্তব্যকে অযথাই পেঁচিয়েছে। তিনি কখন সন্ত্রাসীদের পক্ষ নিলেন? মানছি যে বন্ধু ইমরান খানের সমালোচনা না করে তিনি রাজনৈতিক ভুল করেছেন। কিন্তু তাঁরা তো একত্রে অনেক দিন খেলেছেন।’ কপিলের শো থেকে সিধুকে সরিয়ে নেওয়া এবং পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এই নিষিদ্ধকরণ সংস্কৃতির বিরুদ্ধে। দুঃখজনক হচ্ছে, টিভি ও চলচ্চিত্র অঙ্গনের সংগঠনগুলো একই কাজ করছে। কাজ করে খাওয়ার অধিকার সবারই আছে। আমার রুটি-রুজির ওপর চড়াও হওয়ার অধিকার কারও নেই। পাকিস্তানি শিল্পীরা বলিউডে কাজ করতে আসে মেধার জোরে। একদিন তো আমিও এই নিষিদ্ধকরণের আওতায় পড়তে পারি।’

গত ১৪ ফেব্রুয়ারি ভারতের জম্বু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৪ জন পুলিশ সদস্য মারা যান। এ ঘটনার জেরে পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ঘটনা প্রসঙ্গে সিধু বলেছিলেন, যারা হামলা চালিয়েছে তারা সন্ত্রাসী। সন্ত্রাসীরা কোনো জাতির হতে পারে না। এ মন্তব্যের কারণে কপিল শর্মার অনুষ্ঠান থেকে তাঁকে বাদ দেওয়া হয়। এমনকি ফিল্ম সিটিতে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ডেকান ক্রনিকল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *