অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।
বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যাও ৭ লাখ ২১ হাজারের বেশি। এরই মধ্যে আক্রান্তের সংখ্যায় রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বে তৃতীয় স্থানে পৌঁছে গেছে ভারত।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পর ভারতে এখন সংক্রমণ ও মৃত্যুর হার গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার ৩১০ জন। মৃত্যু হয়েছে ২০ হাজার ১৮৪ জনের। আর সুস্থ হয়েছে ৪ লাখ ৪০ হাজার ২২৯ জন।