Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় নতুন করে ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৮৩৩ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার নতুন করে আরো ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৮৩৩ জন কোভিড রোগী সনাক্ত হল। মোট মৃত্যুর সংখ্যা ১৫ জনের। তবে গতকাল মঙ্গলবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আরো ২ জন মহিলা করোনা রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ৭ জুলাই মঙ্গলবার রাতে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ০৭ জুলাই ২০২০ মোট ২৫০ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১০১, চুয়াডাঙ্গা ৪৯, ঝিনাইদহ ৩৯, মেহেরপুর ১৪, নড়াইল ৪৭) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৮ জন, কুমারখালী উপজেলায় ৭ জন, খোকসা উপজেলার ২ জন ও মিরপুর উপজেলায় ১ জন মোট ২৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলায় ১১ জন, মেহেরপুর জেলায় ১ জন, ঝিনাইদহ জেলায় ১৩ জন ও নড়াইল জেলায় ১৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া ঝিনাইদহ জেলার ২ জন, চুয়াডাঙ্গা জেলার ১ জন ও মেহেরপুর জেলার ১ জনসহ মোট ৪ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৮ জনের ঠিকানা পূর্ব মজমপুর ১ জন, চৌড়হাস ৩ জন, কুমারগাড়া ১ জন, হাউজিং ব্লক ডি ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, কোর্টপাড়া ২ জন, উদিবাড়িয়া ১ জন, কেজেএইচ ২ জন, থানাপাড়া ২ জন, পিয়ারাতলা ১ জন, পুলিশ লাইন ১ জন, কাস্টমস মোড় ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানা কুণ্ডপাড়া ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন, খয়েরচারা ১ জন, উত্তর কয়া ১ জন, বানিয়াপাড়া ১ জন, ছেউড়িয়া ১ জন, সারকান্দি ১ জন।

মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা আমবাড়িয়া।

ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।

Exit mobile version