অনলাইন ডেস্ক: দুজনের সম্পর্ক অতি মধুর। একজন ব্রাজিলীয় সেনশেসন, অন্যজন আর্জেন্টাইন সুপারস্টার। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সুবাদে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল মাঠে, তবে এখন তা অতীত। ক্যারিয়ারের শুরু থেকেই মেসি আছেন বার্সায়, আর নেইমার ট্রান্সফার জগতে নয়া ইতিহাস সৃস্টি করে পাড়ি জমিয়েছেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)।
মেসিকে ছেড়ে চলে গেলেও নেইমার ভুলেননি সতীর্থকে। একসঙ্গে খেলার সময় সামাজিক মাধ্যমের বদৌলতে দুজনের খুনসুটির অনেক ছবি দেখা যেত। বার্সায় খেলার সময় মেসির অবদানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নেইমার। অশ্রুভেজা চোখে বললেন মেসির কথা।
সান্টোস থেকে ২০১৩ সালে বার্সায় যোগ দিয়েছিলেন নেইমার। চার বছরে ক্যাম্প ন্যু-তে ১২৩ ম্যাচে ৬৮ গোল করেছেন নেইমার। বিশ্ব ফুটবলে মেসি-সুয়ারেজ-নেইমারএমএসএন হিসেবে পরিচিত হয়েছিল। প্রতিপক্ষের কাছে এমএসএন ছিল ভয়ঙ্কর। নেইমারের প্রস্থানে ভেঙে যায় এমএসএন।
নেইমার জানান, মেসির সমর্থন তার জীবনে খুব প্রভাব ফেলেছে। নেইমার বলেন, ‘সত্যিকার অর্থে এটা খুব কঠিন, খুব কঠিন মেসি সম্পর্কে কিছু বলা। কারণ বার্সার জীবনে সে খুব স্পেশাল ছিল আমার কাছে। আমি এটা সবাইকে বলেছি।’
গ্লোবো স্পোর্ট নামক একটি টিভি শোতে নেইমার আরও বলেন, ‘যখন আমার কারো সমর্থন প্রয়োজন ছিল, তখন পৃথিবীর সবচেয়ে সেরা খেলোয়াড় আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। এবং সে বলেছিল, এসো, আমি তোমাকে সাহায্য করব।’
নেইমারকে সবাই আবেগী খেলোয়াড় হিসেবেই জানে। অল্পতেই তাকে ভেঙে পড়তে দেখা গেছে বহুবার। এবার মেসির সমর্থনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল নেইমারকে
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.