কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরে ৪১ জনকে করোনা পজিটিভ বলে সনাক্ত করা হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৯০৯ জন কোভিড রোগী সনাক্ত হল। গতকাল বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়- কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ০৯ জুলাই ২০২০ মোট ৩২৮ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৭৭, চুয়াডাঙ্গা ২৯, ঝিনাইদহ ৪৮, মেহেরপুর ১৭, নড়াইল ৫৭) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৮ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন, কুমারখালি উপজেলার ১৭ জন, ভেড়ামারা ১ জন ও মিরপুর উপজেলায় ১ জন মোট ৪১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলায় ২ জন, ঝিনাইদহ জেলায় ১২ জন ও নড়াইল জেলায় ১৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। নড়াইল জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৮ জনের ঠিকানা হাউজিং এ ব্লক ১ জন, জুগিয়া ২ জন, থানাপাড়া ২ জন, কাস্টমস মোড় ১ জন, পূর্ব মজমপুর ১ জন, চৌঢ়াস ১ জন, আমলাপাড়া ১ জন, কমলাপুর ১ জন, শিমুলিয়া ১ জন, বাড়াদি ১ জন, হাউজিং ১ জন, কালিশংকরপুর ১, গোসালা রোড ১, মঙ্গলবাড়িয়া ২ জন, কবুরহাট ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা দৌলতপুর, জয়রামপুর, কল্যাণপুর।
মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা খন্দকবাড়িয়া।
ভেড়ামারা উপজেলার আক্রান্ত ১ জনের ঠিকানা ভাড়ামারা।
কুমারখালি উপজেলার আক্রান্ত ১৮ জনের ঠিকানা মহেন্দ্রপুর ১ জন, কামারকান্দি ১ জন, বাটিকামড়া ১ জন, ছেউড়িয়া ১ জন, নগরসুতা, চাপড়া ৪ জন, গোপগ্রাম ১ জন, তেবাড়িয়া ১ জন, অগ্রণী ব্যাংক ৩ জন, আগারকুণ্ড ১ জন, হাসিমপুর ১ জন, ইলংগি ১ জন, সারকান্দি ২ জন।
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।