

কুমারখালী (কু্ষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রাতে এল জি এসপি-০৩ এর অর্থায়নে ছয় লক্ষ টাকায় ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে যদুবয়বা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, গড়াই মাধ্যমিক বিদ্যালয়, এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়, চৌরঙ্গী বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও জোতমোড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
এসময় যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম , পরিষদের সচিব হাফিজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।