কুষ্টিয়া প্রতিনিধি : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০৯ জুলাই ২০২০ ইং তারিখ দুপুর ২.৪০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার ইবি থানাধীন কুষ্টিয়া বল্লভপুর মোড় হইতে চুয়াডাঙ্গা গামী রাস্তার পাটিকা বাড়ী গ্রামস্থ তাহের মোড়ের পূর্ব পাশে আরাফাত ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০২টি এবং নগদ ১৮০০০/- (আঠারো হাজার) টাকা সহ ০১ জন আসামী মোঃ জুলফিকার আলী (২৪), পিতা-মোঃ শফিউদ্দিন মন্ডল, সাং-মাঝিলা, থানা-ইবি, জেলা-কুষ্টিয়ার’কে গ্রেফতার করা হয় এবং পলাতক আসামী মোঃ সোহাগ (২৫), পিতা- মোঃ আসাদুল চৌকিদার, সাং-পাটিকাবাড়ী, থানা-ইবি, জেলা- কুষ্টিয়ার কৌশলে ঘটনাস্থল হতে পলায়ন করে।
পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ইবি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার ইবি থানায় সোপর্দ করা হয়েছে।