অনলাইন ডেস্ক : দীর্ঘ আলোচনার পর সীমান্ত থেকে পিছু হটেছে বটে, কিন্ত বিশ্বাস নেই চীনা লাল ফৌজের। এদিকে আবার মাঝে-মাঝেই যুদ্ধের হুংকার দিচ্ছে পাকিস্তানও। চলছে চোরাগোপ্তা হামলা। এমন পরিস্থিতিতে দুই প্রতিবেশীকেই চাপে রাখতে নিজেদের সমরসজ্জা বাড়ানোর দিকেই মনোযোগী ভারতীয় সেনা। এবার ভারতীয় বিমান বাহিনীর হাতে এল আরো ৫টি অ্যাপাচি হেলিকপ্টার। খবর সংবাদ প্রতিদিনের।
মোট ২২টি অ্যাপাচি কপ্টারকে শীঘ্রই বিভিন্ন বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। এমনকী, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছেও কয়েকটি অত্যাধুনিক হেলিকপ্টার মোতায়েন রাখা হবে বলে জানা গেছে। তবে শুধু অ্যাপাচি হেলিকপ্টার নয়, ভারতীয় বিমান বাহিনীর হাতে আসেছে ১৫টি চিনুকও।
মার্কি্ন বিমান সংস্থা বোয়িং মোট ৩৭টি অত্যাধুনিক হেলিকপ্টার সরবরাহ করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের চাহিদা মতো ৩৭টি অত্যাধুনিক হেলিকপ্টার সরবরাহ করা হল। এর মধ্যে ২২টি অ্যাপাচি ও ১৫টি চিনুক হেলিকপ্টার। প্রসঙ্গত, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে কয়েক বিলিয়ন মার্কিন ডলার চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, চলতি বছরে ভারতকে এস হেলিকপ্টারের চালান সরবরাহ করা হল।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.