অনলাইন ডেস্ক : ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই প্রায় রেকর্ড হারে সংক্রমণ দেখা যাচ্ছে দেশটিতে। বৃহস্পতিবারও এর ব্যতিক্রম হল না।
শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে প্রায় ২৬ হাজার ৫০৬ জন। মৃত্যু হয়েছে ৪৭৫ জনের।
দেশটিতে বর্তমানে মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৩ হাজার ৮০২ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ২ লাখ ৭৬ হাজারের বেশি। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার।
পরিসংখ্যান বলছে, ভারতে ২৫ শতাংশ মানুষের বয়স ৪৫ বছরের ওপরে। করোনায় যত মানুষের মৃত্যু হয়েছে, তার ৮৫ শতাংশ এই বয়সেরই। দেশটিতে ৬০ থেকে ৭৪ এর মধ্যেকার বয়সী মানুষ রয়েছে মোট জনসংখ্যার ৮ শতাংশ। করোনায় যত মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে এই বয়সের মানুষ রয়েছে ৩৯ শতাংশ।
দেশটিতে মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ মানুষের বয়স ৭৫ এর ওপরে। কিন্তু করোনায় মোট মৃতের মধ্যে তাদের মৃত্যুর হার ১৪ শতাংশ। দেশটির মোট জনসংখ্যার মধ্যে ৩৫ শতাংশের বয়স ১৪ এর কম। করোনায় মোট মৃতের মধ্যে তাদের পরিমাণ শতকরা ১ ভাগ।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.