Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় প্রায় ২শত আলেম-উলামাদের মাঝে সহযোগিতা বিতরণকালে স্বরাষ্ট্র সচিব শহিদুজ্জামান

কুষ্টিয়া প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে মানুষ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ পরিস্থিতি সামাল দিতে মানুষ হিমসিম খাচ্ছে। মানুষ এ মহামারী থেকে বাঁচতে একদিকে ব্যক্তিগত, সামাজিক নিয়মনীতি মেনে যেমন চলছে। ঠিক তেমনি সরকারের পক্ষ থেকেও বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। এ ব্যাপারে আলেম-উলামারা সরকার ও প্রশাসনের নিয়মনীতি অনুসরণ করে প্রচারণা চালাচ্ছে। জাতিকে রক্ষার জন্য আলেম-উলামাগন সার্বক্ষণিক মহান আল্লাহর কাছে দোয়া করছেন। জাতির ক্রান্তিকালে আলেম-উলামাদের ভুমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। শনিবার সকালে কুষ্টিয়া ষ্টেডিয়াম মাঠে আলেম-উলামাদের মাঝে প্রধানমন্ত্রী সাহায্য সহযোগিতা প্রদানকালে কুষ্টিয়া অঞ্চলের জন্য ত্রাণ বিতরণের দায়িত্বশীল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ শহিদুজ্জামান। অনুষ্ঠানে আলেম-উলামাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো: আসলাম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান আতিক, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, কুষ্টিয়া মডেল ানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, মুফাস্সীর পরিষদের কেন্দ্রিয় সহ-সভাপতি মাওলানা নাসির ইকবাল বিন শাফী, মাওলানা আব্দুল কাদের জিহাদী, মুফাস্সীর পরিষদের কুষ্টিয়া জেলা সভাপতি আলহাজ¦ মুফতি মাওলানা আব্দুল হান্নান, বঙ্গবন্ধু উলামা পরিষদের জেলা সভাপতি মুফাস্সীর পরিষদের নেতা মাওলানা ফারুক আযম জিহাদী প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন মাওলানা নাসির ইকবাল বিন শাফী। দোয়া শেষে কুষ্টিয়া জেলার ৬ উপজেলার প্রায় ২ শত আলেমের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য যে, করোনার কারণে কুষ্টিয়ার অনেক আলেম-উলামাদের দূর্দিন চলছে। নিজ নিজ পেশা ছেড়ে বাড়িতে থাকায় অনেকেই মানবেতর অবসস্থায় দিনাতিপাত করতে থাকে। কুষ্টিয়ার উলামা নেতৃবৃন্দও প্রশাসনের কাছে আবেদন করেন। এরই পরিপেক্ষিতে জেলা প্রশাসন কুষ্টিয়া জেলা প্রশাসন আলেম-উলামাদের দিকে সাহার্য্যরে হাত বাড়িয়ে দিয়েছেন।

Exit mobile version