ভারতের পশ্চিমবঙ্গে একদিনে আরও ১,৫৬০ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে সাত দিনের লকডাউন জারি থাকলেও করোনার প্রকোপ মোটেও কমছে না রাজ্যে। উল্টো প্রতিদিন রাজ্যে করোনা আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

একদিনের আক্রান্তের হিসাবে শনিবার যে রেকর্ড হয়েছিল রবিবার তা ভেঙে আক্রান্তে সর্বোচ্চ সংখ্যায় পৌঁছেছে।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬০ জন। দিন প্রতি সংক্রমণের হিসাবে যা এখনও পর্যন্ত সর্বাধিক। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ১৩ জনে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৬ জনের নতুন করে মৃত্যু হয়েছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩২ জনে। অন্যদিকে, করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৬২২ জন। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১৮ হাজার ৫৮১ জন। রাজ্যে সুস্থতার হার ৬১ দশমিক ৯০ শতাংশ।

সংক্রমণের হিসাবে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৬৮ জন। এরপরই রয়েছে উত্তর চব্বিশপরগনায় ২ হাজার ৪৬৫ জন, হাওড়ায় ১ হাজার ১৪৬ জন, দক্ষিণ চব্বিশপরগনায় ১ হাজার ৫০ জন ও হুগলিতে ৪৪২ জন।

অপরদিকে, সমগ্র ভারতেও প্রতিদিনই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত ২৮ হাজার ৬৩৭ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ পেরিয়ে গেল। রবিবার পর্যন্ত ভারতে করোনা পজিটিভ রয়েছেন ৮ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *