অনলাইন ডেস্ক : হঠাৎ করেই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইতালিতে বাড়ানো হচ্ছে জরুরি অবস্থার সময়সীমা। দেশটিতে ৩১ জুলাই পর্যন্ত জরুরি অবস্থার সময়সীমা থাকলেও নতুন করে সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।
শনিবার প্রধানমন্ত্রী কন্তের বাসভবন পালাজ্জো কিজি বা কিজি ভবন থেকে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেন কন্তে।
এসময় তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি চিন্তা করে আমরা এবছরের শেষদিন পর্যন্ত জরুরি অবস্থার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও তিনি দেশটির অন্যতম পর্যটনশহর ভেনিস নিয়ে নানা আলোচনা করেন।
এছাড়াও দেশটির উপমন্ত্রী পিয়েরপাওলো সিলেরি বলেন, দেশের বর্তমান পরিস্থিতে আমাদের জরুরি অবস্থার সময়সীমা বাড়ানোর উচিত বলেই মনে করছি। এছাড়াও এখানকার ছাত্রছাত্রীদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোও চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এসব বিষয়ে আগামী মঙ্গলবার পার্লামেন্টে বিস্তারিত আলোচনা করা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.