Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় নতুন করে ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে করোনায় ৩৪ আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,০৭৮।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে  ১৪ জুলাই ২০২০ মোট ৩৭৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৭৯, চুয়াডাঙ্গা ৫০, ঝিনাইদহ ৯০, মেহেরপুর ২০, নড়াইল ৩৭) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২৬ জন, দৌলতপুর উপজেলায় ৬ জন ও কুমারখালি উপজেলার ২ জনসহ মোট ৩৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলায় ১৬ জন, ঝিনাইদহ জেলায় ৩৩ জন, নড়াইল জেলার ১২ জন ও মেহেরপুর জেলায় ৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা জেলায় ২ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২৬ জনের ঠিকানা হাউজিং এফ ব্লক ১ জন, ছয়রাস্তা মোড় ১ জন, কাস্টমস মোড় ১ জন, মঙ্গলবাড়িয়া ২ জন, হাউজিং ১ জন, হরিপুর ১ জন, পুলিশলাইন ১ জন, বটতৈল ১ জন, আড়ুয়াপাড়া ৩ জন, কুমারগাড়া ৩ জন, কালিশংকরপুর ১ জন, চর বানিয়াপাড়া ১ জন, কলেজ মোড় ১ জন, থানাপাড়া ১ জন, দহখোলা ১ জন, চৌড়হাস ১ জন, হাতি আব্দালপুর ১ জন, বিসিক ১ জন, স্বর্গপুর ২ জন, আমলাপাড়া ১ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানা উপজেলা পরিষদ ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন, মাস্টারপাড়া ১ জন, আল্লার দরগা ১ জন, দৌলতপুর ২ জন।

কুমারখালী উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানা উপজেলা পরিষদ, চড়াইকোল।

ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।

Exit mobile version