অনলাইন ডেস্ক : বন্দর থেকে সাগরে পাড়ি জমানোর আগে কভিড-১৯ টেস্ট হয় ৬১ জনের ক্রু’র সব সদস্যের। সবার রিপোর্ট ছিল নেগেটিভ। কিন্তু সাগরে ৩৫ দিন কাটিয়ে আবার তীরে আসার পর ৫৭ জনের শরীরে ধরা পড়ল করোনাভাইরাস সংক্রমণ! এর কোনো কারণ খুঁজে পাচ্ছে না আর্জেন্টিনা কর্তৃপক্ষ।
দলের কারো শরীরে ছিল না কভিড-১৯ এর সংক্রমণ, জাহাজে ভেসে থাকায় ছিল না স্থলভূমির সংস্পর্শ। এরপরও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ, তাও আবার ৬১ জনের মধ্যে ৫৭ জনের। এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
সোমবার আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য তিয়েরা দেল ফুয়েগোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দলের কয়েকজনের শরীরে কভিড-১৯ এর গতানুগতিক লক্ষণ দেখা দিলে বন্দরে ফিরে আসে ‘দ্য এশিজেন মারু’ নামের মাছ ধরার জাহাজটি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ৬১ জন ক্রু সদস্যদের আবারও করোনা টেস্ট করা হলে ৫৭ নাবিকের রিপোর্টই পজিটিভ আসে। যাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে তাদের সবাইকে উশুএইয়া শহরের একটি হোটেলে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অথচ সাগরে পাড়ি জমানোর আগে সবার রিপোর্টই ছিল নেগেটিভ।