Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মাহবুব তালুকদার :সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি

ন্যাশনাল ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব তালুকদার বলেন, ‘প্রধান বিরোধীদলগুলো অংশ না নেওয়ায় এটা অংশগ্রহণমূলক নির্বাচন নয়। আমি আজ সকালে মগবাজারের ইস্পাহানি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সরকার দলীয় মেয়রের পোলিং এজেন্ট ছাড়া আর কারও এজেন্টকে সেখানে দেখিনি।’

ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম জানিয়ে তিনি বলেন, ‘ইস্পাহানি ভোটকেন্দ্রে ৫টি কেন্দ্রের ১৫টি বুথে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মাত্র ৩৮৫ জন ভোট দিয়েছেন। ওই ৫ কেন্দ্রে ভোটার রয়েছে ৯ হাজার ৪১৩ জন।’

নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোট দিতে যেতে উৎসাহ দেখা যায় না বলে জানান এ নির্বাচন কমিশনার।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে নির্বাচনের ভোটগ্রহণ হয়। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

Exit mobile version