অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড।
এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৬ হাজার ছাড়িয়ে গেল। আক্রান্তের সংখ্যায় বিশ্বে দেশটির অবস্থান তৃতীয়।
বুধবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে করোনায় আরও ৫৮২ জনের মৃত্যু হয়েছে। এতে করে মোট মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ৩০৯ জনে দাঁড়িয়েছে।
এছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৬ লাখ। দেশজুড়ে সুস্থতার হার ৬২ দশমিক ২৩ শতাংশ।