Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মঙ্গলে ২৫ বছরের মধ্যে মানুষ বসবাস করবে: নাসা

অনলাইন ডেস্ক:আগামী ২৫ বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষের বসবাস নিশ্চিত করা যাবে। ২০২০ সালে এই লাল গ্রহটিতে বাসযোগ্যতা যাচাই করতে একটি রোভার পাঠানো হবে। তবে প্রযুক্তিগত ও মেডিকেল প্রতিবন্ধকতারও শেষ নেই বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।নাসা মঙ্গলবার জানায়, মঙ্গলে প্রাণঘাতি রেডিয়েশন রয়েছে যা লক্ষ্যকে ব্যর্থ করে দেয়ার মত। সেখানে হাড় ক্ষয়িষ্ণুতা একটি মারাত্মক সমস্যা যা সমাধান করা বেশ কঠিন। তবে ভবিষ্যতে কোন ভ্রমনকারী পাঠানোর আগে কিছু সমস্যার সমাধান অবশ্যই খুঁজে বের করতে হবে। সংস্থাটির বর্তমান বাজেটে না হলে তা অবশ্যই বাড়তে হবে কিন্তু অন্তত ২৫ বছরের আগে তা সমাধান করা সম্ভব নয় বলে জানান নাসার সাবেক নভোচারী টম জনস। ২০০১ সালে অবসরে যাওয়ার আগে তিনি অন্তত চারবার মহাকাশযানে ভ্রমন করেছেন।
মঙ্গলের গড় দূরত্ব প্রায় ২২৫ মিলিয়ন কিলোমিটার। তাই এখানকার বৈজ্ঞানিক সমস্যাগুলো এত সহজেই সমাধান যোগ্য নয়। বর্তমানে মহাকাশ ভ্রমনে যে সকল রকেট ব্যবহার করা হয় তা দিয়ে মঙ্গলে পৌঁছাতে প্রায় ৯ মাস সময় লাগবে। আল-জাজিরা

Exit mobile version